রে ভগবান

29 এপ্রিল

রে ভগবান

ও ভগবান,
তোর মনে কী শুধুই কষ্ট জমা বেশি
অজস্র সেই সব কষ্ট-ব্যাথার ভিড়ে
তোর হূদয়টা যাচ্ছে বুঝি ছিঁড়ে
নইলে কেন কষ্ট পাঠাস দিবানিশি।

কষ্ট দিয়ে তুই আহলাদে আটখানা
চুপটি মেরে তাই দেখিস ব্যাকুলতা
দেখ, সবকিছুতেই আমার নীরবতা
কষ্ট দিবি দে, তোকে করবো না তো মানা।

হে ভগবান,
বলতো এই সব বলছি কেন আজ
কেন তুই যত্ন করে কষ্ট দিলি বেশ
আমার সঙ্গে তোর কিসের এতো রেশ
তোর তো দেখি একফোঁটাও নেই লাজ।

বৃথাই কেন পাঠাস এসব রোজ
তুই কী ভাবিস এসব আমার ভুল
দেখ, আমি কিন্তু কষ্টতেই মশগুল
তাই, তুই বরং অন্য কাউকে খোঁজ।

রে ভগবান,
ভাবলি কী রে, কষ্ট কোথায় তুলে রাখি
তোর কী আছে, পারলে এইবার দেখা
শোন, আমি কিন্তু তোর মত নই একা
সঙ্গে রাখি কষ্ট তাড়া মন্ত্র জানা পাখি।

…………………….
সুজন সুপান্থ
মোহাম্মদপুর, ঢাকা
৮ এপ্রিল ২০১২

এখানে আপনার মন্তব্য রেখে যান